Tuesday, 7 April 2015

শুধু ছবি এডিটিং নয় পাবেন আরও কিছু (আমার দেখা অনেক কাজের একটি সফটওয়্যার)

আমরা ছবি এডিটিং জন্য অনেকে ফটোশপ, অনেকে আরও বিভিন্ন টুল ব্যবহার করি। তবে বেশির ভাগই প্রিমিয়াম সফটওয়্যার। কিন্তু আজ এমন একটি ফ্রি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব যেটা দিয়ে আপনি শুধু ছবি এডিটিং ই না আরও অনেক কাজ করতে পারবেন। যেমনঃ
  • স্ক্রীন ক্যাপচার।
  • রেজুলেশন কমানো।
  • ছবির সাইজ ছোট করা।
  • ছবির ফরমেট পরিবর্তন করা।
  • ছবিকে পাজেলের মত ভাগ করা।
  • অ্যানিমেটেড ছবি তৈরি করা।
  • একাধিক ছবি জোড়া লাগানো।
  • ফটো ভিউয়ার।
  • প্রিন্টযোগ্য বিভিন্ন পেপার।
  • কালার পিকার।
এগুলো ছিল এই সফটওয়ারের ছবি এডিটিং এর সুবিধা ছাড়াই ফিচার। তাহলে বুঝুন এগুলো যদি এক্সট্রা সুবিধা হয় তবে ছবি এডিটিং এর জন্য কত বেশি সুবিধা থাকবে !!!
PhotoScape

তো এবার বলি এডিটিং এর সুবিধা গুলোঃ

প্রথমেই এককথায় বলি সহজে ছবি এডিটিং এর জন্য অসাধারন এবং অসাধারন একটি সফটওয়্যার। ফটোশপে মাধ্যমে যেই এডিটিং এর কাজ করতে ১০-১৫ মিনিট লাগবে ঠিক সেই কাজ এই সফটওয়্যার এর মাধ্যমে করতে সময় লাগবে মাত্র ২-৩ মিনিট। যেমনঃ ছবি ক্লোন করা, ছবি ব্লার করা, শুধু মাত্র চেহারা সাদা কালো করা, ছবি নির্দিষ্ট অংশ মারকিং করা ইত্যাদি আরও অনেক ইফেক্ট এক নিমিশেই করা যায় এর মাধ্যমে।
 Download PhotoScape 3.7
আরও বহু বহু বহু কিছু আছে এতে… ব্যবহার না করলে ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। যেমন এগুলোর কিছু নমুনা দিলাম দেখেন।

ছবি সাদা কালো করা

PhotoScape Effect

ছবিতে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট যোগ করা।

PhotoScape Effect

ছবিকে হাস্যকর ভাবে এডিটিং করা।

PhotoScape Effect

ছবির কন্ট্রাস্ট এবং ব্রাইটন্যাস ঠিক করা।

PhotoScape Effect

বিভিন্ন ধরনের ফ্রেম যোগ করা।

PhotoScape Effect

ছবি ক্রপ করা।

PhotoScape Effect

তো আর দেরি না করে এখনই ডাউনলোড করুন আর ব্যবহার করুন।
 Download PhotoScape 3.7
Written By: Hossan Rafat

No comments: