সবাই ফটোশপের নাম শুনেছেন। এটা দিয়ে কি কাজ হয় সবাই জানেন তবুও বলি ছবি এডিটিং এর জন্য এর উপরে কোন সফটওয়্যার নেই পৃথিবীতে। হ্যাঁ কথাটা সত্য। ছবি এডিটিং এর এমন কোন ধরনের কাজ নেই যা এর মাধ্যমে করা যায় না। যেই কাজ বাস্তবে সম্ভব নয় সেটা ফটোশপে তুলির আচরে করা যায়। যাই হোক এবার আসি ফটোশপ লাইটরুম কি ??? !!!
ফটোশপ লাইটরুম আসলে ফটোশপের ই জাত ভাই বলা যায়। এটা আসলে একটা ডিজিটাল ফটোগ্রাফি টুল। ফটোশপের চেয়ে অনেক বেশি এডভান্স অপশন আছে এতে। যেই কাজ ফটোশপে করতে অনেক ঝামেলা হয় সেই কাজ লাইটরুমের মধ্যে কয়েক ক্লিকের মদ্ধেই করা যায়। এছাড়াও এর মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ছবি বানানো যায়। আরও অনেক কিছু অতি সহজে করা যায় যা ফটোশপে করতে ১২ টা বেজে যাবে…
নিচের ভিডিও টা দেখেন তাহলে এটার কাজ কিছুটা বুঝতে পারবেন।
এই সফটওয়্যারটির বাজার মূল্য ১৪৯ ডলার। মানে প্রায় ১২০০০ টাকা। না টাকা লাগবে না ফ্রি তেই ডাউনলোড করে নিন।
ফাইলের সাইজ ৭২৯ মেগাবাইট। তাই রাতে ঘুমানোর আগে ডাউনলোড দিয়ে ঘুমিয়ে পড়েন। সকালে পেয়ে যাবেন সফটওয়্যার টি।
সিরিয়াল কীঃ
Photoshop Lightroom 4 serial key.
1160-4554-5361-1383-7894-3853
1160-4120-4715-7469-0173-5637
1160-4675-4483-5604-0278-9055
1160-4624-2417-9154-5142-1989
1160-4430-9531-3867-1847-0764
1160-4437-5394-1353-6629-4083
1160-4297-4769-5397-7994-7268
1160-4056-6436-8527-8030-7391
1160-4435-6600-3295-7365-4246
এর পর ইন্সটল করে নিন সাধারন সফটওয়্যার এর মতই। শুধু মাত্র যখন সিরিয়াল কী চাইবে তখন এখান থেকে যেকোনো একটি সিরিয়াল কী দিয়ে দিন। এরপর শান্তি তে ব্যবহার করা শুরু করুন।
No comments:
Post a Comment