Sunday, 12 April 2015

অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের যে টাইপিং টিপস জানা উচিত - See more at: http://tech.priyo.com/tutorial/2015/2/08/27363.html#sthash.C2nI4k8n.dpuf

অ্যান্ড্রয়েড অথবা আইফোনে টাইপ করার সময় ব্যবহারকারী অনেক সময় সমস্যায় পড়ে। কেননা কম্পিউটার কী-বোর্ডের মতো সকল কী সুবিধা ফোনে দেয়া সম্ভব না। তবে কিছু সহজ ট্রিকস আছে যা জেনে নিলে টাইপিং সহজ হয়ে যাবে। অ্যাকসেন্ট চিহ্নের সঙ্গে অক্ষর টাইপ বা ইউআরএল টাইপের সমস্যা অনেকেরই হয়ে থাকে।
সহজে আইফোন, আইপ্যাড এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে টাইপ করার টিপস দেয়া হল-

“.com” টাইপ

.com
আইওএস এ সাফারি এবং অ্যান্ড্রয়েডে ক্রোম ব্রাউজারে “.com”, “.net” টাইপ কঠিন পরিশ্রম মনে হচ্ছে? পরিবর্তে, “.” এই কী ট্যাপ করে কিছু সময় হোল্ড করলে একটি পপ-আপ বেলুন শো করবে
যেখানে ".us" থেকে ".Com" পর্যন্ত একটি শর্টকাট সিরিজ প্রকাশ করবে সেখান থেকে নির্বাচন করে নিতে হবে।

কারেন্সি সাইন টাইপ

কারেন্সি সিম্বলগুলো পেতে ডলার সাইনের কী তে ট্যাপ করে হোল্ড করলে কারেন্সির সকল সিম্বল সিরিজ দেখা যাবে।

ক্যাপস কী লক

caps key
ডাবল ট্যাপ করলে অল ক্যাপস মোড অন হবে যা শিফট কী'র কাজ করবে।

ড্যাশ এবং বুলেট

em dash
একাধিক ড্যাশ এবং বুলেটের প্রয়োজনে ড্যাশ কী ট্যাপ করে হোল্ড করলে
- See more at: http://tech.priyo.com/tutorial/2015/2/08/27363.html#sthash.C2nI4k8n.dpuf

No comments: