কিছুদিন আগেই বের হল নকিয়া লুমিয়া ১০২০ নামে ৪১ মেগাপিক্সেল এ স্মাট ফোন।এর সাথে পাল্লা দিয়ে সনির তাদের নতুন মোবাইল ফোন
২০ মেগাপিক্সেলের “সনি এক্সপিরিয়া হোনামি”
২০ মেগাপিক্সেলের “সনি এক্সপিরিয়া হোনামি”
সনি এক্সপিরিয়া হোনামি ১০৮০পি রেজল্যুশন একটি ৫ ইঞ্চি ডিসপ্লের হবে. স্মার্টফোন একটি ২.২ GHz কোয়ার্ড কোর স্নপাপড্রাগন ৪০০ প্রসেসর এবং বৈশিষ্ট্য ২ গিগাবাইট র্যাম। ২০মেগাপিক্সেল এক্সমর আরএস প্রধান ক্যামেরা সোনি জি লেন্স।
একটি ২ মেগাপিক্সেল ফন্ট ক্যামেরা । এতে ৩০০ এম্পিয়ারের ব্যাটারী থাকবে। সনি এক্সপিরিয়া হোনামিএটি সম্পূর্ণরূপে ধুলো সুরক্ষিত হবে এবং এটি ৩০ মিনিটের জন্য এক মিটার জল প্রতিরোধ করবে ।এর পুরত্ব 8.3মি.মি হবে এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ ৪.২ দেয়া হবে। সনি ধারনা করছে এ্স্মই র্টফোন স্যামসাং এস ৪ জুম এবং,, নকিয়া লুমিয়া ১০২০ অন্যান্য ক্যামেরা ফোন এর সাথে তীব্র প্রতিযোগীতা করবে।
No comments:
Post a Comment