অধিকাংশ সময় পেনড্রাইভে ভাইরাস আক্রান্ত হয়ে থাকে ফলে ভিতরে থাকা ফাইলগুলো উদ্ধার করা সম্ভব হয়না। তবে পেনড্রাইভের উপরে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রোপার্টিজে গেলে দেখা যায়, পেনড্রাইভে কিছু ডেটা রয়েছে অর্থাৎ মেমোরি দখল করে আছে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না।
এখন দেখা যাক সেই ফাইল উদ্ধারের একটি সহজ প্রক্রিয়া
পেনড্রাইভ ইউএসবি পোর্টে লাগানোর পর
- windows এবং R বাটন একসাথে চেপে ধরলে run বক্স আসবে
- এরপর এখানে 'cmd' লিখে 'Ok' ক্লিক করতে হবে
- তারপর পেনড্রাইভ যে ড্রাইভে আছে সে ড্রাইভের লেটার লিখে 'Enter' করতে হবে
- এরপর attrib -s -h /s /d *.* লিখে Enter চাপতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: উপরের *.* এই জায়গায় আপনার ড্রাইভের লেটারটি লিখতে হবে।
No comments:
Post a Comment